ইংরেজিতে person সম্পর্কে ধারনা নিয়ে নিন।

সবাই কেমন আছেন। আজ নতুন জিনিস নিয়ে হাজির হয়েছি।
আজগের বিষয়
Person
what is person? পারসোন কি?
note; Person শব্দের অর্থ হচ্ছে ব্যাক্তি। sentence এর verb এর সাথে person এর সম্পর্কে রয়েছে। তাই  person আশ্রায় করে verb এর কাজ সম্পাদিত হয়।
example : I read in class ten
You are a student
He is my brother
উপরের sentence গুলোতে I,you,he,হচ্ছে  subject এবং এরা  pronoun . প্রথমে  sentence এ 'I' হচ্ছে ব্যাক্তি দ্বিতীয় sentence এ  you,হচ্ছে শ্রোতা এবং তৃতীয়  sentence এ 'he' হচ্ছে অনুপস্থিত ব্যক্তি। ইংরেজিতে শ্রোতা ও অনুপস্থিত ব্যক্তি এই তিন ধরনের subject কে বলা হয় person.
Classifications of person (পুরুষের শ্রেণীবিভাগ)
person তিন প্রকার, যথা
1) First person (উত্তম পুরুষ)
2) Second person(মধ্যম পুরুষ)
3) Third person ( নাম পুরুষ)
১) First Person :বক্তা নিজের সম্পর্কে কোন কিছু বলতে 'i' ও we ব্যবহার করে। এই ' i' and we, হচ্ছে first person.
example : I am a student of class ten
We are playing cricket.
2) Second person ; বক্তা যে কোন ব্যক্তিকে বা একাধিক ব্যক্তিকে, you,( তুমি,তোমরা) সম্বোধন রে কে কিছু বলে।এই, you, হচ্ছে second person. তুচ্ছার্থে second person  এ thou, thine,thee,thy ( তুই,তোর,তোকে,তোরা) ব্যবহার করা হয়। example : You are a meritorious student
You will do well in the exam
3) Third person:বক্তা যে কোন তৃতীয় ব্যক্তির সম্পর্কে কোন কিছু বলতে he/she ব্যবহার করে।he/she হচ্ছে Third person. বস্তুত   I ও  you এর singular ও plural number ব্যতীত সকল noun ও pronoun হচ্ছে third person
example : He is my elder brother
She is making tea.

No comments

Powered by Blogger.