Conjugation of Verb যা জানলে Tense করতে গিয়ে কাজে লাগবে
ইংরেজি ভাষায় verb - এর তিনটি from আছে। যথা- 1)Present 2) Past 3) Past participle.Verb এর past tense এর past participle গঠন রীতি অনুসারে উক্ত verb গুলোকে দুই বাগে ভাগ করা যায়।
1) Strong verb
2) Weak verb আজ এই দুই টা নিয়ে আলোচনা করব। 1) Strong verb:যে সকল verb এর অন্তর্গত Vowel পরিবর্তন করে past tense এবং অন্তর্গত Vowel পরিবর্তন করে অথবা, n,en,ne যোগ করে past participle গঠন করা হয়, তাকে strong verbবলে| .যেমন
1) Strong verb
2) Weak verb আজ এই দুই টা নিয়ে আলোচনা করব। 1) Strong verb:যে সকল verb এর অন্তর্গত Vowel পরিবর্তন করে past tense এবং অন্তর্গত Vowel পরিবর্তন করে অথবা, n,en,ne যোগ করে past participle গঠন করা হয়, তাকে strong verbবলে| .যেমন
present past past participle
Break broke broken
Drink drank drunk
2) Weak verb: যে সকল verb এর শেষে d,ed,অথবা t যোগ করে past tense এবং past participle করা হয় তাদের কে Weak verb বলে
present past past participle
Allot alloted alloted
নোট: অনেক সময় Weak verb এ past tense ও past participle রুপে গঠনের সময় d or t যোগ না করে অন্তর্বতী vowel পরিবর্তন করে করা যায়।
present past past participle
weep wept wept
Weak verb সহজে চিনবার উপায়।
১) যে সকল verb এর present from এর শেষে d বা t থাকে না, কিন্ত past tense করার সময় d বা t যোগ করতে হয় তা weak verbs.যেমন; please---- pleased, Bend--- bent.
2)যে সকল verb এর present form এর শেষ অক্ষর d'' past tense এ ''t" হয় তা weak verbs.যেমন:send-- sent.Bend---bent.
3)যে সকল verb এর present form এর সহিত d বা ed যোগ করে past tense করা হয় তা weak verbs.যেমন: Boil--- boiled.Call--- called.
4) d বা t বিশিষ্ট verb এর present form,past tense এ রুপান্তরের সময় যদি তার মধ্যবর্তী vowel এর সাথে হ্রাস করা হয় সেগুলো weak verbs.যেমন,Bleed--bled,Breed--bred.
৫)
শেষে d বা t বিশিষ্ট verb এর present ও past tense এর রুপ একই হলে তা weak verb.যেমন, cut--cut,put--put
আজ এই পযর্ন্ত আগামিতে আলোচনা করব যে গুলো জানলে Tense এর সময সব চাইতে বেশি সাহায্য করবে। সব পেতে আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে যুক্ত থাকুন
No comments
Post a Comment