যানজট কমাবে উড়লো উডুক্কু গাড়ি
সবাই কেমন আছেন। আজ নতুন টিপস নিয়ে হাজির হয়েছি, যেনে খুশি হবে।
যানজট কমাতে বা আটকে পড়া মানবজীন। যাত্রাপথের এই জটিল সমস্যার সমাধান সম্প্রতি নিজেদের ডিজাইন করা উডুক্কু গাড়ির পরীক্ষামুলক উড্ডয়ন করিয়েছে বিশ্ববিখ্যাত ইউরোপীয় প্লেন নির্মাণকারী প্রতিষ্ঠান এয়ারবাস। মোট দু বার ৫৩ সেকেন্ডের জন্য প্রোটোটাইপ এয়ারক্রাফট ভাহানাকে ওড়াতে সক্ষম হয় নির্মাতা এ প্রতিষ্ঠানটি। পরিক্ষামুলক এ উডুক্কু গাড়িটির উড্ডায়ন করা হবে যুক্তরাষ্ট্রের অরেগনের পেন্ডলটন আন্যানড আ্যারিয়াল সিস্টেম রেনজে।উডুক্কু গাড়িটি যেন অল্প জায়গা নিয়ে খাড়া ভাবে ল্যান্ড করতে পারে সেভাবে তৈরি করা হয়েছে।এর দৈর্ঘ্য ২০.৩ ফুট এবং প্রস্থ ১৮.৭ ফুট
যানজট কমাতে বা আটকে পড়া মানবজীন। যাত্রাপথের এই জটিল সমস্যার সমাধান সম্প্রতি নিজেদের ডিজাইন করা উডুক্কু গাড়ির পরীক্ষামুলক উড্ডয়ন করিয়েছে বিশ্ববিখ্যাত ইউরোপীয় প্লেন নির্মাণকারী প্রতিষ্ঠান এয়ারবাস। মোট দু বার ৫৩ সেকেন্ডের জন্য প্রোটোটাইপ এয়ারক্রাফট ভাহানাকে ওড়াতে সক্ষম হয় নির্মাতা এ প্রতিষ্ঠানটি। পরিক্ষামুলক এ উডুক্কু গাড়িটির উড্ডায়ন করা হবে যুক্তরাষ্ট্রের অরেগনের পেন্ডলটন আন্যানড আ্যারিয়াল সিস্টেম রেনজে।উডুক্কু গাড়িটি যেন অল্প জায়গা নিয়ে খাড়া ভাবে ল্যান্ড করতে পারে সেভাবে তৈরি করা হয়েছে।এর দৈর্ঘ্য ২০.৩ ফুট এবং প্রস্থ ১৮.৭ ফুট
No comments
Post a Comment