যাচাই করুন নেট সংযোগ

 প্রথমে আমার ছালাম রইল।
আপনারা কেমন আছেন। নিশ্চয় ভাল আছেন।আজগের ট্রফিক অনুযায়ী লিখতে শুরু করছি।
প্রযুক্তি গত নানা কারণে ইন্টারনেটের গতি ধীর হতে থাকে।অনেকে বুঝতে পারেন না সমস্যা কোথায় কম্পিউটার নাকি তার সংযোগ। খুব সহজে রান কমান্ড দিয়ে এ সমস্যা মুল কারণ খুজে নেয়া যায়। আপনার নেটেওয়াক সংযোগটী সক্রিয় করুন
আইপি সংক্রান্ত সমস্যা জানার জন্য Run এ গিয়ে ncpa.cpl লিখে এন্টার করুন। তার পর properties এর network থেকে ইন্টারনেট প্রটোকল (TCO/IP) দুই ক্লিক করে খুলুন। ঠিকমতো আইপি সাবনেট মাস্ক ডিফল্ট গেটওয়েসহ ডিএনএস গুলো বনিয়ে okকরুন।স্টার্ট মেনু থেকে Run গিয়ে ping 8.8.4.4-t লিখে এন্টার দিন। এই পিং ঠিকানা দিয়ে ok করলে কয়েক রকম ফল পাবেন
যেমন Reply from 8.8.4.4
bytes=XX time=XXXms TTL=XX এ লে ধরে নিতে হবে ইন্টারনেট সংযোগ ঠিক   
Requst timed out এলে বুঝতে হবে পিং মিসিং /কনফিগারেশন সমস্যা আছে।Destination Host Unreasonable এলে আপনার নেটওয়াক সংযোগ অচল অবস্থায় আছে। Hardware error এলে ধরতে নিতে হবে আপনার সংযোগ বিছ্বিন্ন আছে।

No comments

Powered by Blogger.