সুউচচ বিল্ডিং বানাতে যাচ্ছে দুবাই

              সুউচচ বিল্ডিং বানাতে যাচ্ছে দুবাই





আজ সব চাইতে ভিন্ন খবর নিয়ে হাজির হয়েছি
প্রথমে আমার সালাম রইলো।
বেশি কখা না বলে কাজের কথায় আসা যাক।
দুবাই শহরে চারপাসে ঘুরতে সক্ষম এমন একটি সুউচ্চ বিল্ডিং বানাতে যাচ্ছে দুবাই।তারা বলছে,
এটাই হবে পৃথিবীর প্রথম ঘুরন্ত স্কাইস্ক্যাপার।
 সব কিছু ঠিকঠাক থাকলে আগামি ২০২০ সালেই এটি চালু হয়ে যাবে।
বুর্জ খলিফা (৮২৮ মিটার) এবং মারিনা (৪৩২মিটার)  এর পর এটাই হবে বিশ্বের তৃতীয় উচ্চতম বিল্ডিং হতে চলছে।
 বলে দাবি নির্মাতাদের।এর উচ্চতা হবে এটাই হবে পৃথিবীর প্রথম ঘুরন্ত ৪২০ মিটার।






আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে যুক্ত থাকুন


No comments

Powered by Blogger.