মঙ্গলে শহর বানাতে যাচ্ছে দুবাই,না দেখলে বড় মিস করবেন

নেটস্কুল বিডির পক্ষ থেকে সবাই কে স্বাগতম।সবাই কেমন আছেন। নিশ্চয় ভাল আছেন। আজ আপনাদের সামনে নতুন নতুন জ্ঞান মুলক পোস্ট নিয়ে হাজির হয়েছি।
দুবাইয়ের নাম সবাই শুনেছেন।কিন্ত দুবাই কি করতে যাচ্ছে তা টাইটেল দেখে বুঝতে পারেছেন। তাহলে দেরি না করে নিচের পোস্টি পড়তে থাকুন
সংযুক্ত আরব আমিরাতে মহাকাশ সংন্থা গঠন করা হয়েছে ২০১৪ সালে। পরের বছর স্থাপন করা হয়।মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টার এটুকু সময়ের মধ্যেই এই স্পেস সেন্টার দেশে তৈরি দুটি স্যাটেলাইট উৎক্ষেপন করেছে। এবার দুবাই নজর দিয়েছে লাল গ্রহ মঙ্গলের দিকে। ২০২০ সাল নাগাদ মঙ্গলে যান পাঠানোর পরিকল্পনা নিয়েছে তারা। আর ভবিষ্যাতে সেখানে মানব বসতি স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে।এরই ধারাবাহিকতায় মুরুভুমির বুকে দুবাই কর্তৃপক্ষ স্থাপন করতে যাচ্ছে মঙ্গল গ্রহের কল্পিত সেই শহরের এক সিমুলেশন। এর নাম দেয়া হবে মার্স সায়েন্স সিটি। এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৬ লাখ ডলার। প্রায় ২০ লাখ বর্গফুট এলাকা জুড়ে হবে এই মঙ্গলের সহর। শহরের স্থাপনাগুলো তৈরি করা হবে থ্রিডি প্রিন্টার ব্যবহার করে। এই শহরটি শূন্য থেকে অনেকটা সারি সারি গম্ভুজের মতো মনে হবে।দুবাইয়ের মার্স সায়েন্স সিটির ভেতরে থাকবে কৃত্রিম অক্সিজেনসহ মঙ্গলের  মতোই সব ব্যবস্থা।

No comments

Powered by Blogger.