১০০ কোটির ঘরে ব্ল্যাক প্যান্থার

সবাই কেমন আছেন, আশা করছি সবাই ভাল আছেন।

হয়তা টাইটেল দেখে মনে করেছেন ১০০কোটি ব্ল্যাক পেন্থার কি?
এবার যাবো পুরো ঘটনায়।
তবে মনযোগ দিয়ে পড়তে হবে।
ব্ল্যাক প্যান্থার ছবির পোস্টার একের পর এক রেকড ভেঙ্গে নতুন ইতিহাসে গড়ে যাচ্ছে হলিউড ছবি ব্ল্যাক প্যান্থার।
প্রচারণা থেকে শুরু করে গানের আলবাম আর হলভরা দর্শক ফেলে অন্য একটি ছবির জন্য কঠিন হবে।কারণ এরই  মধ্যে ১০০ কোটি মার্কিন ডলারের বেশি আয় করেছে এই ব্ল্যাক প্যান্থার ছবিটি
তবে যুক্তরাষ্ট্রে ব্ল্যাক প্যান্থার ছবিটি মুক্তি পাই ১৬ ফেব্রুয়ারি মাসে। তবে ছবিটি শুরু থেকে বিভিন্ন মহলের দর্শক ও বোদ্ধার প্রশংসা কুড়িয়ে আসছে।আর  মুক্তি এক মাসের মধ্যে ব্ল্যাক প্যান্থার এর ১০০ কোটি ডলার আয় করে।

No comments

Powered by Blogger.