এবার নতুন প্রযুক্তি ব্যবহার করে চাদে যাওয়ার চিন্তা নাসার
প্রথমে আমার সালাম রইল
সবাই কেমন আছেন নিশ্চয় ভাল আছেন।বেশি কথা বাড়াবো না
কাজের দিকে হাত দিয়
টাইটেল দেখে ভয় খাইছেন কিছু হবে না
বর্তমানে চাদে কে না
যেতে চাই,সবার শখ চাদে ভ্রমণ করবে এটা সবার আশা
এবার নাসা নতুন প্রযুক্তি তৈরি করছে চাদে যাওয়ার জন্য।
নানা ভাবে মানুষ চাদে যাওয়ার অভিযান চালিয়ে থাকে। অভিযানে কেউ সফল হন আবার কেউ হন না।
এবার সহজে চাদে মানুষ পৌছাতে পারবে। এমন প্রযুক্তি তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা।
ন্যাশনাল জিওগ্রাফিকের এক প্রতিবেদনে জানিয়েছে,আগামী বছরের ডিসেম্বর মাসে কাজটি করতে
চান নাসা।এপোলো মিশনের সম্পূর্ণ পৃথক এক কৌশলে চাদের মিশন সম্পন্ন করবে প্রতিষ্ঠানটি।নাসা
আরো বলেছে ভবিষ্যতে মঙ্গল গ্রহে্ও মানুষ পাঠানোর সম্ভব হবে বলে ধারণা করেছে নাসা
No comments
Post a Comment