কি করে ইংরেজিতে খুব সহজে বাগধারা বা idioms শিখবেন
সবাই কেমন আছেন
আজ কথা বলবো appropriate preposition নিয়ে।তাহলে দেরি না করে কাজে চলে চাই।
ইংরেজি বাগধারা বা idiom অনুসারে কতগুলো word (noun. adjective, verbও particular) এর পরে বিশেষ বিশেষ preposition বসে।এই preposition গুলোকে appropariate preposition বলে।
According to English usage cerain words ( noun, adjective ,verb and participle) are followed by particular prepositions .these are called Appropriate Preposition.
ইংরেজি ভাষায় preposition এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। কোন কোন ক্ষেত্রে preposition এর ব্যবহার বিভিন্নতা লক্ষ্য করা যায়।কোন একটি word এর পরে নির্দিষ্ট কোন preposition ব্যবহার করলে ঐ word এর অর্থ নিয়ন্তিত হয় এবং অনেক ক্ষেত্রে অর্থ পরিবতির্ত হয়ে যায়।যেমন-come এই word টি অর্থ আসা। come এর পরে about preposition টি বসালে তখন অর্থ দাড়ায় ঘটা। across, preposition টির বসালে অর্থ দাড়ায়।দেখতে পাওয়া আবার at,preposition ্টি বসালে অর্থ দাড়ায়, নাগাল পাওয়া। কোন শব্দের পরে কোনprepositon টি বসেছে তা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে খেয়াল করতে হবে এবং তার অর্থ বোঝার চেস্টা করতে হবে।শুধু মাত্র দীর্ঘদিনের অনুলীলনের মাধ্যমেই preposition এর সঠিক ব্যবহার সম্পর্কে সম্যক ধারণা লাভ করা সম্ভব। তাই নিচে কিছু দেওয়া হলো - After noun
Ability for(সামর্থ্য) The girl has no ability for painting.
Absence from(অনুপস্থিতি) His absence from school is due to illness.
No comments
Post a Comment