চাদে রোবট ষ্টেশন করবে চীন
আজ আপনাদের তথ্য প্রযুক্তির নতুন এক দুনিয়াই নিয়ে আনবো। আমরা অনেকে রোবটের নাম শুনেছি কিন্ত কখনো জানি না রোবটের জন্য ষ্টেশন হবে, সেটি পৃথিবীর ভিতর না,,। এবার চীন চাদে রোবট ষ্টেশন করতে চাই।জটিল পরিক্ষা -নিরীক্ষা চালানোর জন্য চাদে রোবট ষ্টেশন করার ঘোষণা দিয়েছে।সাংহাইয়ে একটি আন্তজার্তিক সিম্পোজিয়ামে গবেষকরা এ ঘোষণা দেন।ওই ষ্টেশনের মাধ্যমে চাদের পাথর পৃথিবীতে আনা হবে বলে জানিয়েছেন পিকিং ইউনিভার্সিটির মহাকাশ বিজ্ঞানেরর অধ্যাপক জিয়াও ওয়েক্সিন। ওই পাথর গবেষণা করে নতুন তথ্য উপাত্ত সয়গ্রহ করা হবে।গবেষকরা জানান,তিন ধাপ পরিকল্পনার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে চীন অত্যাধুনিক রকেট পাঠাবে চাদে এছাড়া ২০১৮ সালের মধ্যে চেঞ্জ -৪ নামে একটি মহাকাশ যান চাদের অন্ধকার পাশ পর্যবেক্ষণের জন্য পাঠানো হবে।
আমাদের ফেসবুক পেজ নেটস্কুল বিডি লাইক দিয়ে যুক্ত থাকুন, আমরা সব সময় শিক্ষানিয় পোস্ট করে থাকি।
আমাদের ফেসবুক পেজ নেটস্কুল বিডি লাইক দিয়ে যুক্ত থাকুন, আমরা সব সময় শিক্ষানিয় পোস্ট করে থাকি।
No comments
Post a Comment