কিভাবে নষ্ট পেনড্রাইভ ঠিক করবেন।

 আজ আপনাদের শিখাবো কি ভাবে নষ্ট পেনড্রাইভ ঠিক করবেন বা আপনার পেনড্রাইভ টা ফোর মেট না হলে এই ভাবে কাজ করলে ঠিক হয়ে যাবে। আপনি যদি ১০ বা ৭ windows ব্যবহার করেন। তাহলে প্রথমে start এ ক্লিক করবেন তারপর search বক্সে cmd টাইপ করবেন।তারপর নতুন একটা পাতা আসবে। তারপর লিখতে হবে Diskpart টাইপ করে ইন্টার করুন।
 তারপর list disk তারপর আপনার পেনড্রাইভ টা দেখবেন কত নাম্বারে আছে।আর একটা কোথা যদি ০ থাকে তাহলে সেট আপনার না। আপনার টা হবে ১.।তারপর select Disk 1 ইন্টার করবেন।তারপর clean ইন্টার তারপর create partation praimary ইন্টার করবেন।তারপর select partation 1 ইন্টার (যেটি সিল্কেট করেছিলেন) তারপর active ইন্টার তারপর formate ইন্টার করবেন। যদি windows 10 or 7 user হন তাহলে start বাটনে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করবেন তারপর Disk mangaent ক্লিক করবেন। তারপর আপনার Disk কোনা বা যে পেনড্রাইভ টা সারলেন সেট সিল্কেট করবেন।( আনলোক থাকবে) মাউসের রাইট বাটনে ক্লিক করবেন তারপর new smple volume ক্লিক করবেন। তারপর next করতে হবে দুইবার (new volume) এই বক্সে যা দিতে পারেন।তারপর next করবেন তারপর finish দিবেন। তার পর পেনড্রাইভ টি চেক করবেন। যদি না হয় আমাদের ফেসবুক পেজটি নেটস্কুল বিডি লাইক দিয়ে এস এম এস করতে পারেন।


 

No comments

Powered by Blogger.