মহাকাশচারিদের দেহের হাড় কমে যাচ্ছে।
এবার নতুন এক টফিক নিয়ে হাজির হয়েছি। যাদের কারণে আমরা সব সময় মহাকাশের খবর জানতে পারি। তাদের কেন এই সম্যসা হয়।তাহলে পড়ুন সব।
মহাজাগতিক তেজস্ক্রিয়তার ফলে মহাকাশচারীদের শরীর থেকে কমে যায় হাড়।তবে পেশীর ক্ষয় হয় না।সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উদঘাটিত হয়েছে। জানা গেছে গ্রহের শুন্য অভিকর্ষ পৌছালো মহাকাশচারিদের এই ক্ষতি হচ্ছে।নাসার বিজ্ঞানী স্কট কেলি দীর্ঘসময় কাটিয়েছেন মহাকাশযানে।যখন তিনি ফিরেন দেখা গেল তার শরীরে ওজন বেড়েছে। কিন্ত হাড় কমেছে মহাজাগতিক তেজস্ক্রিয়তাই যে এর কারণ সে ব্যাপারে নিশ্চিত নাসা,
পোস্টি কেমন লাগলো তা জানাতে কমেন্ট করবেন
পোস্টি কেমন লাগলো তা জানাতে কমেন্ট করবেন
No comments
Post a Comment