এবার সাইবার হামলায় নেপালের একটি ব্যাংক।

প্রথমে আমার সালাম রইলো। সাইবার হামলা এটি এমন কেউ জানেনা কাউ কে পরিচয় করিয়ে দিতে হয়। হ্যাকার বা সাইবার হামলা অপরাধী রা এবার হানা দিয়েছে নেপালের একটি বৃহত্তম বেসরকারি ব্যাংক এনআইসি এশিয়া ব্যাংকে।ব্যাংকটির যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য জাপান,সিঙ্গাপুরসহ ছয়টি দেশের এ্যাকাউন্ট বা হিসাব থেকে হ্যাকাররা সুইফট ব্যবস্থা হ্যাক করে ৪৪ লাখ মার্কিন ডলার সরিয়ে নেয়।তবে নেপালের কেন্দ্রীয় ব্যাংকের তাৎক্ষণিক পদক্ষেপে ৩৯ লাখ ডলার উদ্ধার হয়।

No comments

Powered by Blogger.