কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থানে বাংলাদেশ, না পড়ে কেউ যাবেন না।

   


 প্রথমে আমার ছালাম রইলো। netschoolbd এর পক্ষ থেকে সবাই কে আর একবার ছালাম রইলো। মধ্যপ্রাচের দেশ বাহরাইনে আনুষ্ঠিত শায়েখ জুনায়েদ আন্তর্জাতিক হেফজুল কুরআন প্রতিযোগিতা অংশ গ্রহণ করে। বাংলাদেশী এক তরুন এই কৃতিত্ব অর্জন করেছেন। বাংলাদেশের হাফেজ সাইফুর রহমান ত্বকি। বিশ্বের ৫৪টি দেশের প্রতিযোগিতা র মধ্যে ত্বর্কি তৃতীয় স্থান লাভ করেন।অনলাইনে আবেদন ভিত্তিতে ত্বর্কি বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হন।প্রতিযোগিতা অংশ নিতে ত্বর্কি ১৭ নভেম্বর ২০১৭ বাহরাইন যান।হাফেজ সাইফুর ইসলাম ত্বর্কি যাত্রাবাড়ির মাদরাসা মারকাজুত তাহফিজের ছাত্র। এ বছরেই সাইফুর রহমান ত্বর্কি কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৭২টি দেশের মধ্যে দ্বিতীয় হয়েছিলেন। এই ছেলের প্রতি নেটস্কুল এর পক্ষ থেকে ধন্যবাদ জানায়।
  

No comments

Powered by Blogger.