বিশ্বের বড় জুতা এখন কলকাতায়।

বিশ্বের সব চাইতে বড় জুতা এখন ভারতে।দক্ষিণ কলকাতার একটি শপিং মলে প্রদর্শিত হচ্ছে ২০ ফুট উচ্চতার এক জুতা।তবে সেই জুতা পায়ে দেয়ার উপায় নেই। সম্প্রতি এফবিবি বিগবাজার কর্তৃপক্ষ বিগ বুটস ফেস্টিভ্যালের আয়োজন করে।সেখানে জুতার ব্যাপক সংগ্রহ উপস্থাপিতা হয়েছে।এই উৎসবের নাম দেয়া হয় বিগ বুটস হাব।সেখানে গেটের সামনে এই বিশালাকার জুতা স্থাপন করা হয়ছে।এই নিয়ে বিশ্বের ২০ ফুট জুতা দেখার জন্য ভিড় পড়ে।

No comments

Powered by Blogger.