How to learn English and Bangla part 12
সবাই কেমন আছেন,নিশ্চয় ভাল। পবিত্র রমজান মাসে ভাল আছেআজ হাজির হয়েছি পর্ব 12
Unit-11
Infinitive
To work is good-কাজ করা ভাল
To steal is a sin-চুরি করা পাপ
To tell a lie is a great sin-মিথ্যা বলা মহা পাপ
It is possible to there-সেখানে যাওয়া সম্ভব
It is kind of you to lend me the book-বইটি আমাকে ধার দেওয়া তোমার দয়া
Nazma wants to read a book-নাজমা একটি বই পড়তে চায়
We want to go there-আমার সেখানে যেতে চাই
I am to go there- আমার সেখানে যাওয়ার কথা আছে
The girl knows how to make tea- বালিকাটি চা তৈরি করতে জানে
He was to go to Dhaka-তার ঢাকা যাওয়ার কথা ছিল
We have to do a lot
of works-আমাদের অনেক কাজ করতে হয়
Unit-12
Participles and Gerunds
Participles
Saying this he went away-এই কথা বলে সে চলে গেল
Going home, I saw him-
আমি বাড়ী গিয়ে তাকে দেখলাম
আমি বাড়ী গিয়ে তাকে দেখলাম
Hearing the sound,the baby woke up-শব্দটি শুনে শিশুটি জেগে উঠল
Hearing the noise ,I want there-গোলমাল শুনে আমি সেখানে গেলাম
Having the news, he burst into tears-খবরটি পেয়ে সে কেদে ফেলল
He saw me and burst into tears- আমাকে দেখে সে কেদে ফেলল
The beggar came to me and asked for a taka- ভিক্ষুকটি আমার কাছে এসে একটি টাকা চাইল
I read the letter and went tobed-পত্রটি পড়ে আমি শুতে গেলাম
He returned the book without reading it-বইটি না পড়ে সে ফিরে দিল
We are very anxious without-তোমার পত্র না পেয়ে আমার খুব চিন্তিত আছি
Why did you come without informing me?-আমাকে না জানিয়ে তোমরা এসেছিলে কেন?
The girl went away dancing-মেয়েটি নাচতে নাচতে চলে গেল
While going there ,I met him-সেখানে যেতে যেতে তার সংগে দেখা হল
They left the place laughing-তারা হাসতে হাসতে এই স্থান ত্যাহ করল
He saw you reading the book-সে তোমাকে বইটি পড়তে দেখছিল
We saw them doing the work-আমার তাদেরকে কাজটি করতে দেখেছিলাম
No comments
Post a Comment