কারা ব্যবহার করছেন আপনার ওয়াই-ফাই
সবাই কেমন আছেন,নিশ্চয় ভাল। আজ সেটি নিয়ে হাজির হয়েছি।
তবে উপরের টাইটেল দেকে বুঝতে পেরেছেন।
তবে কথা না বলে কাজের কথায় আসি।
স্মার্টফোনের ব্যবহার বাড়ায় তারহীন ওয়াই ফাই রাউটার ব্যবহার দিন দিন বেড়ে চলেছে।
এতে করে ওয়াই-ফাই নেটওয়ার্ক একই ইন্টারনেট সংযোগ কম্পিউটার ও মুঠোফোনে ভাগাভাগি করে ব্যবহার করা যায়।
আবার বিভিন্ন অফিস বা ব্যক্তিগত ভাবে অনেকেই বিনা মূল্য ওয়াই-ফাই সেবা নিয়ে থাকে।
প্রয়োজনের চেয়ে কম গতি পাওয়া কিংবা অনুমতি ছাড়া অনাকাঙ্ক্ষিত কেউ ব্যবহার করছে কি না,
অনেক সময় তা জানা যাবে।
ওয়্যারলেস নেটওয়ার্ক ওয়াচার নামের সফটওয়্যার ব্যবহার করে। এটি জানা যাবে। সফটওয়্যারটি
পাওয়ার যাবে http;//goo.gl/3NW7Vx এই ঠিকানাই।
ওয়েবপেজটির নিছের দিকে লিংক থেকে নামিয়ে নিয়ে সহজে জানা যাবে কোন কোন আইপি
ঠিকানাই আপনার নেটওয়াক ব্যবার করছেন
যদি পোস্টা ভাল লাগে
আমাদের ফেসবুক পেজ লাইক দিন
তবে উপরের টাইটেল দেকে বুঝতে পেরেছেন।
তবে কথা না বলে কাজের কথায় আসি।
স্মার্টফোনের ব্যবহার বাড়ায় তারহীন ওয়াই ফাই রাউটার ব্যবহার দিন দিন বেড়ে চলেছে।
এতে করে ওয়াই-ফাই নেটওয়ার্ক একই ইন্টারনেট সংযোগ কম্পিউটার ও মুঠোফোনে ভাগাভাগি করে ব্যবহার করা যায়।
আবার বিভিন্ন অফিস বা ব্যক্তিগত ভাবে অনেকেই বিনা মূল্য ওয়াই-ফাই সেবা নিয়ে থাকে।
প্রয়োজনের চেয়ে কম গতি পাওয়া কিংবা অনুমতি ছাড়া অনাকাঙ্ক্ষিত কেউ ব্যবহার করছে কি না,
অনেক সময় তা জানা যাবে।
ওয়্যারলেস নেটওয়ার্ক ওয়াচার নামের সফটওয়্যার ব্যবহার করে। এটি জানা যাবে। সফটওয়্যারটি
পাওয়ার যাবে http;//goo.gl/3NW7Vx এই ঠিকানাই।
ওয়েবপেজটির নিছের দিকে লিংক থেকে নামিয়ে নিয়ে সহজে জানা যাবে কোন কোন আইপি
ঠিকানাই আপনার নেটওয়াক ব্যবার করছেন
যদি পোস্টা ভাল লাগে
আমাদের ফেসবুক পেজ লাইক দিন
No comments
Post a Comment