সাগরের তোলে ডাটা সেন্টার তৈরি করতে যাচ্ছে মাইক্রোসফট।


 সবাই কে নেটস্কুল এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।
আজ আপনাদের সাথে যেটি আলোচনা করব। সেটা হলে সাগর তোলে মাইক্রোসফটের ডাটা সেন্টার তৈরি করা নিয়ে।তাহলে দেরি না করে নিচের লেখা গুলো পড়ে থাকুন

সমুদ্র উপকুলবর্তী এলাকায় ইন্টারনেট সেবা দ্রুত পৌছে দিতে সাগরের তলদেশে পরিক্ষামুলক ভাবে ডাটা সেন্টার পাঠিয়েছে মাইক্রোসফট স্কটল্যান্ড অর্কন দাবীপের কাছে সাগরের তলদেশে এ ডাটা সেন্টার পাঠানো হয়েছে। সাগরের ১১৭ ফুট তলদোশো স্থাপিত ডাটা সেন্টারটি চলবে নবায়নযোগ্য শক্তির সাহায্য। মাইক্রোসফট এ গবেষণা প্রকল্পটি নাম, ন্যাটিক। ২০১৪ সালে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গবেষণা বিভাগ সাগরের নিচে ডাটা সেন্টারের আইডিয়া নিয়ে কাজ করে।ডাটা সেন্টারকে ইন্টারনেটের মেরুদণ্ড বলা হয়। কেননা এখানে বিশাল পরিমাণ তথ্য জমা রাকতে হয়।
মাইক্রোসফট ফরাসি কোম্পানি নেভিস গ্রুপের সঙ্গে অংশাদারিত্বে এ ডাটা সেন্টার গড়ে তোলে। ডাটা সেন্টারটিতে ৮৬৪ টি সার্ভার ও ২৭.৬ পেটাবাইট স্টোরেজ রয়েছে। সাধারণত ডাটা সেন্টার গুলো প্রচুর তাপ উৎপাদন করে।তাই শক্তি খরচ কমাতে ঠান্ডা দেশগুলোতে ডাটা সেন্টার তৈরি করে থাকে বড় প্রতিষ্ঠান গুলো।

No comments

Powered by Blogger.