স্মার্ট শহরে স্মাট গাড়ি /নেটস্কুল বিডি

স্মার্ট শহরে
স্মাট গাড়ি



 সবাই কেমন আছেন
নিশ্চয় আষাঢ় মাসে ভালো আছেন
উপরের টাইটেল দেখে বুঝতে পেরেছেন কি নিয়ে আলোচনা করছি।
তাহলে নিচের গুলি ভাল করে পড়ুন

পরিবেশ দূষণ কমাতে সংযুক্ত  আরব আমিরাতে লক্ষ্য নির্ধারণ করেছে
২০৫০ সালের মধ্যে রাজধানী দুবাইয়ে ব্যবহৃত মোট জ্বালানির ৭৫ শতাংশ আসবে নবায়নযোগ্য  উৎস থেকে।বৃহত্তম সে লক্ষ্যের অংশ হিসেবে দুবাইয়ে নতুন এক শহর তৈরি হচ্ছে। ৩৫কোটি ৪০ লাখ ডলারের সাসটেইনেবল সিটি নামের শহরটি নির্মান কাজের ঘোষনা দেয়। ২০১৯ সালে কাজ শেষ হবে।দুবাইয়ের পরিবহন  কৃর্তপক্ষ সম্প্রতি ঘোষণা দিয়েছে ১১৩ একর জায়গায় এই শহরে চলবে চালকহীন বৈদ্যুতিক গাড়ি।নিষিদ্ধ করা হবে প্রচলিত গাড়ি চলাচল গুলি

No comments

Powered by Blogger.