How to leran English and Bangla spoken tell( part 1)



How to use of (This,These,That,Those)
1. This= এই (নিকটবর্তী singular)

= This is Sabbir.

= এই হচ্ছে সাব্বির।

= This is my best friend.

= এই হচ্ছে আমার সব চেয়ে ভাল বন্ধু।
2. These= এইগুলো (নিকটবর্তী plural)

= These are my friends.

= এরা হচ্ছে আমার বন্ধু।

= These are my books.

= এগুলো আমার বই।

3. That = ঐটা (দূরবর্তী singular)

= That is Sabbir.

= ঐটা হচ্ছে সাব্বির।

= That is a bird.

= ঐটা একটা পাখি।
4. Those =ঐগলো (দূরবর্তী plural)
= Those were my friends.

= ওরা আমার বন্ধু ছিল।

= Those are birds.

= ঐ গুলো পাখি।

= Those are Sabbir's friends.

= ওরা সাব্বিরের বন্ধু।

I am = আমি হই/আছি

I was= আমি ছিলাম

I shall be= আমি হবো

I have = আমার আছে

এখন সবাই একটা করে Sentence/বাক্য তেরী করেন।

Example/উদাহরণ= I am Ariful/ আমি হই আরিফুল।

What do you want?

★তুমি কি চাও?

What do you writing?

★তুমি কি লিখছ?

What do you want to say?

★তুমি কি বলতে চাও?

What's your Name?

★তোমার নাম কি?

What's your Father?

★তোমার বাবা কি করেন?

What's your mother?

★তোমার মা কি করেন?

What are you doing these days?

★তুমি আজকাল কি করছ?

What have you seen in Agra?

★আগ্রাতে তুমি কি দেখছ?

What did you write to your father?

★তুমি বাবাকে কি লিখেছ?

What she was doing in Dhaka?

★সে ঢাকাতে কি করেছিলো?

What class do you read in?

★তুমি কোন শ্রেনীতে পড়?



 Don't forget to--->

★Don't forget to call me.

আমাকে ডাকতে ভুলে যেওনা।

★Don't forget to write me.

আমাকে লিখতে ভুলে যেওনা।

★Don't forget to love me.

আমাকে ভালবাসতে ভুলে যেওনা।

Make a sentence by -Have you ever gone to...♥

1.Have you ever gone to Your village?

= তুমি কি কখনো তোমার গ্রামে গিয়েছ?

2.Have you ever gone to the Madina?

=তুমি কি কখনো মদিনা গিয়েছ?

3.Have you ever gone to Mymensingh?

= তুমি কি কখনো ময়মনসিংহ গিয়েছ?

4.Have you ever gone to Brazil?

=তুমি কি কখনো ব্রাজিল গিয়েছ?


i have a pen=আমার একটি কলম আছে।



i have a book=আমার একটি বই আছে।



i have a cow=আমার একটি গরু আছে।



I have a shirt=আমার একটি শার্ট আছে।

I don't have time to explain. = আমার ব্যাখ্যা করার সময় নেই ।

I don't have time to think. = আমার চিন্তা করার সময় নেই।

I don't have time to eat. = আমার খাওয়ার সময় নেই।

I don't have time to watch TV. = আমার টিভি দেখার সময় নেই।

I don't have time to hang out. = আমার বেড়াতে যাওয়ার সময় নেই।

I don't have time to travel. = আমার ভ্রমনের সময় নেই।

I don't have time to take rest. = আমার বিশ্রাম করার সময় নেই।

I don't have time to learn. = আমার শেখার সময় নেই।

This is a bag=এটি একটি থলে।

This is a ball=এটি একটি বল।

This is a table=এটি একটি টেবিল।

This is an apple=এটি একটি আপেল।

This is my doll=এটি আমার পুতুল।

This is Rajkumar's fan=এটি রাজকুমারের পাখা।

This is my father =তিনি আমার বাবা।

What has happened?

কি হয়েছে?

Did you call me?

আপনি কি আমায় ডেকেছিলেন?

May I go?

আমি যেতে পারি?

May I accompany you?

আমিও আসব?

Are you coming?

তুমি আসবে?

Shall I bring it?

আমি নিয়ে আসব?

What is your name please?

আপনার নাম জানতে পারি?

How do you do?

আপনি কেমন আছেন?

Do you understand?

বুঝেছ তো?

Is the boss in?

সাহেব ভেতরে আছেন?

Who is it?

কে ওখানে?

What is the matter?

কি ব্যাপার?

Where is Karim?

করিম কোথায়?

How are you?

কেমন আছ?

When did you come?

কখন এলে?

Shall we begin?

আরম্ভ করি?

Will you do a thing?

একটি কাজ করবে?

Is it a holiday today?

আজ কি ছুটি?

Do you know?

তুমি জান কি?

What is the reason?

কারণটা কি?

Won’t you go?

তুমি যাবে না?

What is the trouble?

গোলমালটা কি?

What’s the quarrel about?

কি নিয়ে ঝগড়া?

Are you angry?

রেগে গেছেন?

How is the family?

বাড়ির সকলে ভালো তো?

What did you say?

আপনি কি বললেন?

What can I do for you?

বলুন, আমি কি করতে পারি?

Education is the backbone of nation..=শিক্ষাই জাতির মেরুদন্ড..

Education is one of the basic human need ..=এটি মানুষের একটি অন্যতম মৌলিক চাহিদা ...

It's help us distinguish between right and wrong ..=এটি ভালো মন্দের পার্থক্য করতে আমাদের সাহায্য করে ...

It broadens our outlook too ..= এটি আমাদের দৃষ্টিভঙ্গি ও প্রসারিত করে ...

Education can enlighten our mind and refined our sensibility ..= শিক্ষা আমাদের মনকে আলোকিত এবং বোধকে পরিশীলিত করতে পারে ....

There was a time when women were looked upon without any dignity and honour ....it's possible just make a education ...

No comments

Powered by Blogger.