How to learn article
সবাই কেমন,আছেন, আজ আমরা হাজির হয়েছি Article নিয়ে। যদি যান্তে চান তাহলে সব পড়ুন তাহলে আপনার ভুল বুঝতে পারবেন
| Article- এর উৎস|
One=an=a
that=the
উপরের সংকেত থেকে এটা স্পস্ট বোঝা যাচ্ছে যে one সংক্ষিপ্ত হয়ে an এবং পরবর্তীতে an
আরও সংক্ষিপ্ত হয় a হয়েছে
আবার that সংক্ষিপ্ত হয়ে the হয়েছে।
এদের অর্থ নিম্নরূপ
a=একটি,an=একটি,
the = টি টা খানা,খানি ইত্যাদি।
নিচের sentence গুলো পড়,
Give me a book.
Bring him an unmbrella.
Show him the pen.
উপরের sentence গুলোতে a,an, the এই তিনটি word যথাক্রমে book,unmbrella ও pen এই noun তিনটির সীমা সংকুচিত করে দিচ্ছে,অর্থাৎ a ও an এখানে book ও unmbrella এর সংখ্যা বলে দিচ্ছে এবং the, pen এর ক্ষেত্রে নির্দিষ্ট করে দিচ্ছেএর উৎস
উপরের সংকেত থেকে এটা স্পস্ট বোঝা যাচ্ছে যে one সংক্ষিপ্ত হয়ে an এবং পরবর্তীতে an
আরও সংক্ষিপ্ত হয় a হয়েছে
আবার that সংক্ষিপ্ত হয়ে the হয়েছে।
এদের অর্থ নিম্নরূপ
a=একটি,an=একটি,
the = টি টা খানা,খানি ইত্যাদি।নিচের sentence গুলো পড়,
Give me a book.
Bring him an unmbrella.
Show him the pen.
উপরের sentence গুলোতে a,an, the এই তিনটি word যথাক্রমে book,unmbrella ও pen এই noun তিনটির সীমা সংকুচিত করে দিচ্ছে,অর্থাৎ a ও an এখানে book ও unmbrella এর সংখ্যা বলে দিচ্ছে এবং the, pen এর ক্ষেত্রে নির্দিষ্ট করে দিচ্ছে
এই দৃষ্টিকোণ থেকে দেখলে a,an ও the হল adjective, তবে এই word তিনটির ব্যবহার এত ব্যাপক যে,parts of Speech হিসেবে এদের বিশেষ তাৎপর্য রয়েছে।তাই এদের কে Article বলে।
Kinds of Article
Article প্রধানত দুই প্রকার যথা।
1) Indefinite Article ;a ও an
2) Definite Article ; The
এবার আমরা আলোচনা করব ১নং নিয়ে।
A ও An এই গুলো noun এর আগে বসে তাকে অনির্দিষ্ট ভাবে চিহ্নিত করে, নির্দিষ্ট বা বিশেষভাবে চিহ্নিত করে না।এজন্য এদের কে Indefinite Article বলে।
a and an are called indefinite article. Because they don,t point out any particular person or thing:= a book= any book, a boy= any boy
Singular Countable Noun এর পূর্বে a/ an বসে।অর্থ গত দিক থেকে এদের মধ্যে কোন পার্থক্য নেই।তবে ব্যবহারের দিক থেকে এদের মধ্যে পার্থক্য বিদ্যামান
যেমন; I am reading a book
The girl is eating an apple. এবার আলোচনা করব ২নং নিয়ে
Definite article
The দ্বারা এক বা একাধিক ব্যক্তি, বস্তুু বা প্রাণীকে নির্দিষ্ট করে বুঝায় বলে এটাকে Definite article বলে।
The is called the Definite Article, because it points out to some particular or thing.Singular ও plural উভয় প্রকার noun এর পৃর্বে Definite article বসে।
যেমন:
Let us bather in the river
The girls are listening to their teacher
আজ এই পর্যন্ত সামনে article এর ব্যবহার নিয়ে আলোচনা করব।
আর আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে যুক্ত থাকেন
| Article- এর উৎস|
One=an=a
that=the
উপরের সংকেত থেকে এটা স্পস্ট বোঝা যাচ্ছে যে one সংক্ষিপ্ত হয়ে an এবং পরবর্তীতে an
আরও সংক্ষিপ্ত হয় a হয়েছে
আবার that সংক্ষিপ্ত হয়ে the হয়েছে।
এদের অর্থ নিম্নরূপ
a=একটি,an=একটি,
the = টি টা খানা,খানি ইত্যাদি।
নিচের sentence গুলো পড়,
Give me a book.
Bring him an unmbrella.
Show him the pen.
উপরের sentence গুলোতে a,an, the এই তিনটি word যথাক্রমে book,unmbrella ও pen এই noun তিনটির সীমা সংকুচিত করে দিচ্ছে,অর্থাৎ a ও an এখানে book ও unmbrella এর সংখ্যা বলে দিচ্ছে এবং the, pen এর ক্ষেত্রে নির্দিষ্ট করে দিচ্ছেএর উৎস
উপরের সংকেত থেকে এটা স্পস্ট বোঝা যাচ্ছে যে one সংক্ষিপ্ত হয়ে an এবং পরবর্তীতে an
আরও সংক্ষিপ্ত হয় a হয়েছে
আবার that সংক্ষিপ্ত হয়ে the হয়েছে।
এদের অর্থ নিম্নরূপ
a=একটি,an=একটি,
the = টি টা খানা,খানি ইত্যাদি।নিচের sentence গুলো পড়,
Give me a book.
Bring him an unmbrella.
Show him the pen.
উপরের sentence গুলোতে a,an, the এই তিনটি word যথাক্রমে book,unmbrella ও pen এই noun তিনটির সীমা সংকুচিত করে দিচ্ছে,অর্থাৎ a ও an এখানে book ও unmbrella এর সংখ্যা বলে দিচ্ছে এবং the, pen এর ক্ষেত্রে নির্দিষ্ট করে দিচ্ছে
এই দৃষ্টিকোণ থেকে দেখলে a,an ও the হল adjective, তবে এই word তিনটির ব্যবহার এত ব্যাপক যে,parts of Speech হিসেবে এদের বিশেষ তাৎপর্য রয়েছে।তাই এদের কে Article বলে।
Kinds of Article
Article প্রধানত দুই প্রকার যথা।
1) Indefinite Article ;a ও an
2) Definite Article ; The
এবার আমরা আলোচনা করব ১নং নিয়ে।
A ও An এই গুলো noun এর আগে বসে তাকে অনির্দিষ্ট ভাবে চিহ্নিত করে, নির্দিষ্ট বা বিশেষভাবে চিহ্নিত করে না।এজন্য এদের কে Indefinite Article বলে।
a and an are called indefinite article. Because they don,t point out any particular person or thing:= a book= any book, a boy= any boy
Singular Countable Noun এর পূর্বে a/ an বসে।অর্থ গত দিক থেকে এদের মধ্যে কোন পার্থক্য নেই।তবে ব্যবহারের দিক থেকে এদের মধ্যে পার্থক্য বিদ্যামান
যেমন; I am reading a book
The girl is eating an apple. এবার আলোচনা করব ২নং নিয়ে
Definite article
The দ্বারা এক বা একাধিক ব্যক্তি, বস্তুু বা প্রাণীকে নির্দিষ্ট করে বুঝায় বলে এটাকে Definite article বলে।
The is called the Definite Article, because it points out to some particular or thing.Singular ও plural উভয় প্রকার noun এর পৃর্বে Definite article বসে।
যেমন:
Let us bather in the river
The girls are listening to their teacher
আজ এই পর্যন্ত সামনে article এর ব্যবহার নিয়ে আলোচনা করব।
আর আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে যুক্ত থাকেন
No comments
Post a Comment