ভারতের বুলেট ট্রেন প্রকল্প শুরু
সবাই কেমন আছেন।নিশ্চয় ভাল আছেন।আজ হাজির হয়েছি ভারতের বুলেট ট্রেন নিয়ে।
ভারতে প্রথম বুলেট ট্রেন প্রকল্পের উদ্বান করেন দেশটির প্রধানমন্তী নরেন্দ্র মোদিও জাপানের প্রধানমন্তী শিনজো আবে।
২০১৪ সালে নির্বাচনী প্রচারণার সময় ভারত বুলেট ট্রেন চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি।
প্রথম বুলেট ট্রেন প্রকল্পে সহজ শর্তে ঋণ দিচ্ছে জাপান। প্রকল্পের ৮৫ শতাংশ অর্থায়নের লক্ষ্যে ১ হাজার ৯০০ কোটি ডলার দেবে তারা।
বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেনটিও চলে জাপানে।
এ ট্রেন চলবে গুজরাটের রাজধানী আহমেদাবাদ থেকে বাণিজ্যক শহর মুম্বাই পর্যন্ত।
শুরু হতে যাচ্ছে নেটস্কুল বিডি কুইজ পতি যোগিতা।
যদি কুইজি অংশ নিতে চাইলে নেটস্কুল বিডি
ফেসবুক পেজ লাইক দিয়ে যুক্ত থাকুন।
No comments
Post a Comment