বিদ্যুচ্চালিত গাড়ির বছর ২০১৮, না দেখলে বড় মিস করবেন।
সবাই কে আমার সালাম রইলো। কেমন আছেন নিশ্চয় ভাল আছেন।
মনে টফিক দেখে চোমকে গেছেন বিদ্যুচ্চালিত গাড়ি সে আবার কেমন গাড়ি তাহলে সব পড়তে হবে আপনাকে।
২০১৮ সাল হচ্ছে বৈদ্যুতিক গাড়ির বছর।কেননা,২০১৮ সাল বৈদ্যুতিক গাড়ির জন্য এক মাইলফলক হবে বলে ধারণা করছে বাজার বিশ্লেষকরা।টেসলা,নিশানের মতো শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গুলো নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি এ বছর বাজার দখল করবে।কারণ ধীরে ধীরে বৈদ্যুতিক গাড়ি মানুষের জন্য সহজলভ্য হবে বলে যানান বিজ্ঞানীরা। ফলে বৃদ্ধি পাবে চাহিদাও।বর্তমানে যুক্তরাষ্ট্রের ১.৫ শতাংশ পরিবারের কাছে বিদ্যুচ্চালিত গাড়ি রয়েছে,
সবাই কে পড়ার জন্য ধন্যবাদ, আপনার মনের প্রশ্ন আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ফেসবুক পেজ নেটস্কুল বিডি লাইক দিয়ে যুক্ত থাকুন।
সবাই কে পড়ার জন্য ধন্যবাদ, আপনার মনের প্রশ্ন আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ফেসবুক পেজ নেটস্কুল বিডি লাইক দিয়ে যুক্ত থাকুন।
No comments
Post a Comment